একদফা দাবীতে ২৭ জুলাই বিএনপির মহাসমাবেশ

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৩

একদফা দাবীতে ২৭ জুলাই বিএনপির মহাসমাবেশ

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের একদফা দাবিতে আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

শনিবার (২২ জুলাই) রাজধানীর সেহারাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশে এই ঘোষণা দেস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশের সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

ফখরুল বলেন, জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশী সাজা বাতিল ও সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণকে অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের পর্বতী কর্মসূচি ২৭ জুলাই দুপুর দুইটাই শান্তিপুর্ণ মহাসমাবেশ হবে।

মির্জা ফখরুল বলেন, বিরোধীদল বিশেষ করে বিএনপি যেন নির্বাচনে না যেতে পারে সেজন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। সব নেতার বিরুদ্ধে মামলা। একেক জনের বিরুদ্ধে ২-৩ শ করে মামলা।

তিনি আরও বলেন, ৭ মাসে ৫০টি গায়েবি মামলা হয়েছে। ঢাকার ১ হাজার ৭০১ জনের নামে মামলা হয়েছে। হামলা ও ককটেল নিক্ষেপের মামলা হয়েছে। বিদেশীদের কাছে ভালো সাজতে চাইছে অথচ মামলা দিয়ে বিরোধী দলের নেতাদের হয়রানি করছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, স্যাংশন হয়েছে র‌্যাবের ওপরে। মার্কিনীরা স্যাংশন দিয়েছে তার পরও এরা একই ঘটনা ঘটাচ্ছে। এখনো গুম করছে। লক্ষ্য একটাই একতরফা নির্বাচনের মাধ্যমে নিজেদের জয় নিশ্চিত করা।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন, বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ডিজিটাল নিরাপত্তা আইনে গুম পরবর্তী জেল খাটা সাংবাদিক শফিকুল ইসলাম কাজলসহ বিগত আন্দোলনে বিএনপির যেসব নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরা।

সমাবেশ যৌথভাবে পরিচালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

এ সংক্রান্ত আরও সংবাদ