ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৩

ঝালকাঠিতে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম।

তিনি জানান, নিহত ১৭ জনের মধ্যে ১৪ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ঝালকাঠি সদর হাসপাতালে ২৩ জন চিকিৎসা নিচ্ছেন।

তারা হলেন- জেলার ভান্ডারিয়া পৌরসভার পান্না মিয়ার ছেলে তারেক রহমান (৪৫), মুজাফফর আলীর ছেলে সালাম মোল্লা (৬০), মৃত মাওলানা নজরুল ইসলামের খাদিজা বেগম (৪৩), উত্তর শিয়ালকাঠি গ্রামের মৃত ফজলুল হক মৃধার স্ত্রী রাবেয়া বেগম (৮০), মৃত. সালাম মোল্লার ছেলে শাহীন মোল্লা (২৫); রাজাপুর উপজেলার নিজামিয়া গ্রামের মাও. নজরুল ইসলামের মেয়ে খুশবো আক্তার (১৭), বলাইবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে নয়ন (১৬); ভান্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামের জালাল হাওলাদারের মেয়ে সুমাইয়া (৬), রিজাভ পুকুর পাড় এলাকার মৃত. লাল মিয়ার স্ত্রী রহিমা বেগম (৬০); বাখরগঞ্জ উপজেলার চর বোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবদুল্লাহ (৮), মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে আবুল কালাম হাওলাদার; মেহেদীগঞ্জ উপজেলার রিপনের মেয়ে নিপামনি (১), রিপন হাওলাদারের স্ত্রী আইরিন আক্তার (২২) ও কাঠালিয়া এলাকার তৈয়বুর রহমানের মেয়ে সালমা আক্তার মিতা (৪২)।

এছাড়া আহতরা হলেন- আবুল বাশার, রাসেল মোল্লা, ফাতিমা, রাসেল, মিফতা, রিজিয়া, আরজু, মনোয়ারা, সুইটি, রুকাইয়া, আজিজুল, আলাউদ্দিন, সোহেল, আবুল কালাম, আকাশ, সোহাগ, নাঈমুল, সিদ্দিকুর, মনিরুজ্জামান, আল-আমিন ও সাব্বির বরিশাল। দুজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে যাদের নাম জানা যায়নি।

জেলা বাসমালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মু. নাসির উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসের ড্রাইভার এবং সুপারভাইজারের কোনো সন্ধান পাওয়া যায়নি। হেলপার আকাশকে (১৭) পাওয়া গেছে।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলীকে আহব্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে।

পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা হবে।

এর আগে সকালে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ছত্রকান্দা এলাকায় একটি অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ৪০-৫০জন যাত্রী নিয়ে পুকুরে পড়ে যায়। এতে ১৭ জন নিহত ও ২৩ জন আহত হন।

এ সংক্রান্ত আরও সংবাদ