প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ফিফা নারী বিশ্বকাপের নবম আসর মাঠে গড়িয়েছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ ২০ জুলাই শুরু হলেও এখনও মাঠে নামেনি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এবার লাতিন আমেরিকার পরাশক্তির দেশ দুটির অপেক্ষার অবসান হচ্ছে। সোমবার (২৪ জুলাই) ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে কাল মাঠে নামবে আর্জেন্টিনা। নিউজিল্যান্ডের ইডেন পার্কে ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে। একই দিন পরের ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ পানামা। এই ম্যাচটি অস্ট্রেলিয়ার কুপারস স্টেডিয়ামে (হিন্দমার্শ স্টেডিয়াম) বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। ম্যাচ দুইটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
আর্জেন্টিনা ‘জি’ গ্রুপ থেকে অংশ নিচ্ছে। যেখানে আলবিসেলেস্তেদের বাকি প্রতিপক্ষরা হলো দক্ষিণ আফ্রিকা ও সুইডেন। আগামী ২৮ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬ টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ২ আগস্ট বাংলাদেশ সময় দুপুর ৬ টায় সুইডেনের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে তারা।
অন্যদিকে ব্রাজিল অংশ নিচ্ছে ‘এফ’ গ্রুপ থেকে। যেখানে তাদের বাকি প্রতিপক্ষ হলো জ্যামাইকা ও ফ্রান্স। আগামী ২৯ জুলাই শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ও ২ আগস্ট জ্যামাইকার মেয়েদের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ম্যাচ দুইটা বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হবে।
এবারের নারী বিশ্বকাপে ৩২টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। প্রতিটি দল গ্রুপ পর্বে অন্তত তিনটি ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ আট দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এর পর সিডনিতে ২০ আগস্ট অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest