আলজেরিয়ায় দাবানলে ৩৪ জন নিহত তমধ্যে সেনা সদস্য ১০ জন

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

আলজেরিয়ায় দাবানলে ৩৪ জন নিহত তমধ্যে সেনা সদস্য ১০ জন

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

আলজেরিয়ায়জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটিতে ছড়িয়ে পড়া এই দাবানলে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ সেনাসদস্যও রয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এ ছাড়া দাবনলের জেরে হাজারও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

২৫ শে জুলাই রোজ  মঙ্গলবার সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে সাত হাজার ৫০০ অগ্নিনির্বাপক কর্মী ৩৫০টি ট্রাক ও বিমানের সহায়তায় সারা দেশে কাজ করছেন।

আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ১৬টি প্রদেশ জুড়ে প্রচণ্ড বাতাস এবং প্রচণ্ড গরমে ৯৭টি দাবানল রেকর্ড করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে ১০ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলের তিনটি প্রদেশ সবচেয়ে বেশি দাবানল দেখা যাচ্ছে। দাবানলের কারণে রাজধানী আলজিয়ার্সের পূর্বে বেজাইয়া, বুইরা এবং জিজেল প্রদেশ থেকে প্রায় দেড় হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি আবদেলমাদজিদ তেবোউন নিহতদের পরিবার, বেসামরিক এবং নিরাপত্তা কর্মী উভয়ের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দেশটির প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বুইরার অঞ্চলে দাবানলের প্রভাব সবচেয়ে বেশি। দাবানল সীমান্ত ছাড়িয়ে প্রতিবেশি তিউনিশিয়াতেও ছড়িয়েছে। আলজেরিয়ার সীমান্তের কাছে উত্তর-পশ্চিম তিউনিসিয়ার মেলোলা শহরের কাছে পাইন জঙ্গলে আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের কাজ করতে দেখা গেছে।

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া প্রতিবছরই গ্রীষ্মকালীন দাবানলে আক্রান্ত হয়। সোমবার দেশের কিছু অংশে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস (১১৮ ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরমের কারণে দাবানলের প্রভাব বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছরের আগস্টে তিউনিসিয়া-আলজেরিয়ার উত্তর সীমান্তে দাবানলে অন্তত ৩৭ জন নিহত হয়।

বিজ্ঞানীরা ভূমধ্যসাগরীয় অঞ্চলকে জলবায়ু পরিবর্তনের একটি “হট স্পট” হিসাবে আখ্যা দিয়েছেন। সোমবার আলজেরিয়ার প্রতিবেশী ভূমধ্যসাগরীয় দেশ তিউনিসিয়ায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল।

জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের আন্তঃসরকারি প্যানেল আরও তাপপ্রবাহ, ফসলের ব্যর্থতা, খরা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার সতর্কতা দিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ