প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরের পল্লীতে স্বামীর হাতে স্ত্রী রুমি (৩৮) খুন হয়েছেন। ঘাতক স্বামী রুপক (৪০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন ভাটিপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ইসলামপুর গ্রাম নিবাসী মৃত মোঃ খুশবুল মিয়ার ছেলে রুপক মিয়া(৪৫) ও তার স্ত্রী রুমি বেগম (৩৮) বেশ কিছু দিন ধরে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত লোহাড়গাঁও ঢালারপাড় গ্রাম নিবাসী নিবাসী যুক্তরাজ্য প্রবাসী কমলা মিয়ার বাড়ীতে আশ্রিত হিসেবে বসবাস করে আসছিল। প্রতিদিনের মতো রুপক মিয়া (৪৫) ও স্ত্রী রুমি বেগম (৩৮) বিগত ২৫ শে জুলাই রোজ মঙ্গলবার দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যায়। রাত প্রায় ২ টা থেকে ২ টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী রুপক মিয়া তার স্ত্রী রুমি বেগমকে দাড়ালো চুরি দিয়ে আঘাত করার পাশাপাশি শ্বাস রুদ্ধ করে হত্যা করেছে। পরে ২৬ শে জুলাই রোজ বুধবার সকাল ৭ টা ৪৫ মিনিটের সময় পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আংগুর মিয়া বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই শামছুল আরেফিন ঘটনাস্থলে পৌঁছেন। পরবর্তীতে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার( জগন্নাথপুর সার্কেল) এএসপি শুভাশিষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার ও এএসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং এই লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছেন। এই ঘটনায় ঘাতক স্বামী রুপক মিয়া (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে ও হত্যায় ব্যবহৃত চুরি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) এএসপি শুভাশিষ ধর বলেন, স্ত্রী রুমি বেগম (৩৮) কে হত্যার ঘটনায় ঘাতক স্বামী রুপক মিয়া (৪০) কে গ্রেপ্তার করার পাশা-পাশি হত্যায় ব্যবহৃত চুরি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest