জগন্নাথপুরে বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে পড়ে রং মিস্ত্রি নিহত

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

জগন্নাথপুরে বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে পড়ে রং মিস্ত্রি নিহত

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে বিল্ডিং এর তৃতীয় তলা থেকে নীচে পড়ে লিটন(৩৮) নামক এক রং মিস্ত্রি মৃত্যু বরন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর দক্ষিণ আগুনকোনা গ্রাম নিবাসী মৃত মোঃ আশ্রব আলীর ছেলে রং মিস্ত্রি মোঃ লিটন মিয়া (৩৮) গত চার/পাঁচ দিন ধরে একই ইউপির অন্তর্ভুক্ত সৈয়দপুর ঈশানকোণা গ্রাম নিবাসী মৃত মোঃ সৈয়দ হোসেন আহমদ এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪২) এর তৃতীয় তলা বিশিষ্ট দালান ঘরে রংয়ের কাজ করে আসছিল। অন্যান্য দিনের মতো ৩০ শে জুলাই রোজ রবিবার সকাল প্রায় ১০ টা ৪৫ মিনিটের সময় লিটন মিয়া তার সহযোগী শ্রমিক আহাদ মিয়া সহ এই দালান ঘরে কাজ করতে আসে এবং রং মিস্ত্রি  লিটন মিয়া তৃতীয় তলার খোলা বেলকনিতে দাঁড়িয়ে  দেওয়ালের বাহির দিকের দেওয়াল পরিস্কার করতে গিয়ে তৃতীয় তলার বেলকনি থেকে নীচে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক লিটন মিয়া(৩৮) কে মৃত ঘোষণা করেন। পরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় অত্র থানার এসআই মোহাম্মদ শামছুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করার পাশা-পাশি  হাসপাতালে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছেন।

এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ শামছুল আরেফিন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

এ সংক্রান্ত আরও সংবাদ