পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন নিহত

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪৪ জন নিহত

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

পাকিস্তানে একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের কর্মী সম্মেলনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে দুই শতাধিক। কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রোববার (৩১ জুলাই) দেশটির খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের একটি রাজনৈতিক দলের সম্মেলনে এ হামলার ঘটনা ঘটে।

ওই প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রিয়াজ আনোয়ার বলেছেন, বিস্ফোরণে ৪৪ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ‘এটি একটি আত্মঘাতী হামলা ছিল। বোমারু মঞ্চের কাছাকাছি বিস্ফোরণ ঘটায়।’

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছেন। অ্যাম্বুলেন্সগুলো আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পৌঁছাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা এলাকাটি ঘেরাও করে ফেলে।

বাজাউর জেলা জরুরি কর্মকর্তা সাদ খান ডন ডটকমকে জানিয়েছেন, খার তহসিলের জেইউআই-এফ আমির মাওলানা জিয়াউল্লাহ জানও বিস্ফোরণে নিহত হয়েছেন।

মধ্যরাতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কেপি পুলিশের মহাপরিদর্শক আখতার হায়াত খান বলেন, ‘হামলায় ১০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে বল বিয়ারিং ও অন্যান্য বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে। অপরাধীদের শিগগিরই গ্রেফতার করা হবে।’

কেপির তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ফিরোজ শাহ বলেন, ‘বাজাউর ও পার্শ্ববর্তী এলাকাজুড়ে হাসপাতালগুলোয় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।’

জিও নিউজের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমরা হেলিকপ্টারে করে গুরুতর আহতদের পেশোয়ার এবং অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি কেউ।

 

সূত্র: দ্য ডন

এ সংক্রান্ত আরও সংবাদ