ভারতে বিজেপির শীর্ষ নেতাদের সাথে বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩

ভারতে বিজেপির শীর্ষ নেতাদের সাথে বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিনিধি দলের বৈঠক

ছবি: সংগৃহীত

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

ভারত সফররত বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি সে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট জগৎ প্রকাশ (জে পি) নাড্ডা  ও জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

সোমবার (৭ আগস্ট) দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের নেতৃত্বে দলের প্রতিনিধিদলের সঙ্গে পৃথকভাবে তারা বৈঠকে অংশ নেন।

ভারত সফররত আওয়ামী লীগের প্রতিনিধি দলে  রয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বিষয়ের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষ গুরুত্বসহ আলোচিত হয়েছে বলে জানা গেছে।

ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে দেশটিতে সফরে আছেন আওয়ামী লীগের ৫ সদস্যের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিদল।  রোববার (৬ আগস্ট) বিকাল ৫টায় প্রতিনিধি দলের সদস্যরা দিল্লির উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সুত্রঃ দৈনিক দেশ বার্তা

 

এ সংক্রান্ত আরও সংবাদ