পাকিস্তান তত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৩

পাকিস্তান তত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সিনেটর আনোয়ারুল হক কাকারের নাম ঘোষণা করেছে দেশটির সরকার।  শনিবার (১২ আগস্ট) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  খবর ডনের।

এর আগে শুক্রবার (১১ আগস্ট) অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে বৈঠকে বসেছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ।  কাকারের নাম নিয়ে তারা ঐকমত্য পোষণ করার পরেই বহুল প্রত্যাশিত এই ঘোষণাটি দেওয়া হয়।

দেশটির সংবিধান অনুযায়ী, জাতীয় পরিষদ ভেঙে যাওয়ার তিন দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করতে হয়।  বুধবার (৯ আগস্ট) জাতীয় পরিষদ বিলুপ্ত করা হয়।

রোববার (১৩ আগস্ট) পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আনোয়ারুল হক কাকার।

আনোয়ারুল হক কাকার বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনেটর।  ২০১৮ সালে তার সিনেটরীয় যাত্রা শুরু হয়।  ছয় বছরের মেয়াদ পূর্ণ করে আগামী ২০২৪ সালে তার এ যাত্রা শেষ হওয়ার কথা।

এ সংক্রান্ত আরও সংবাদ