জগন্নাথপুরে কালিটেকী সঃ প্রাঃ বিদ্যালয়ের আয়োজনে শোকাবহ ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

জগন্নাথপুরে কালিটেকী সঃ প্রাঃ বিদ্যালয়ের আয়োজনে শোকাবহ ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন

হুমায়ূন কবীর ফরীদি ##

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কালিটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস শোকাবহ ১৫ ই আগষ্ট উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কালিটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ১৫ ই আগষ্ট রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় শিক্ষাঙ্গন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে সকাল ১১ ঘটিকার সময় অত্র বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুন নূর এর সভাপতিত্বে ও শিক্ষানুরাগী সদস্য রাদেশ দেবনাথ এর পরিচালনায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, কালিটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিপুলা রানী দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লক্ষী রানী নাথ, গৌছ আলী, বৃজেশ দেবনাথ, শিক্ষিকা আদিবা বিনতে ইসরাইল, রেবা রানী বৈদ্য, তৃষ্ণা বানী দাস, জবা রানী নাথ শিল্পী বৈদ্য ও স্বপ্না রানী বৈদ্য প্রমূখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ