জগন্নাথপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

জগন্নাথপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন

হুমায়ূন কবীর ফরীদি ##

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস শোকাবহ ১৫ ই আগষ্ট উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ ই আগষ্ট রোজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০ টা ১৫ মিনিটে এক বিশাল শোক র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে ও এলজিইডি কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সুত্র ধরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন , জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসনে লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মোখলেছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে “আমার চোখে বঙ্গবন্ধু” বিষয়ক বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন।
পরে দোয়া মাহফিলে মোনাজাত করেন জগন্নাথপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে শোকাবহ ১৫ ই আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে ১৫ ই আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে এক শোক র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন প্রমূখ।
এসময় দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জগন্নাথপুর থানা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ