হবিগঞ্জে পুলিশ – বিএনপি সংঘর্ষ, ৩০ জন আহত

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

হবিগঞ্জে পুলিশ – বিএনপি সংঘর্ষ, ৩০ জন আহত

হবিগঞ্জ থেকে সংবাদদাতাঃ

পুলিশ বিএনপি সংঘর্ষে হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার বিকেলে শহরের শায়েস্তা নগরে এ সংঘর্ষ বাঁধে। পুলিশের লাটিচার্জের বিপরীতে নেতাকর্মীদের পাল্টা ছুড়া ইটপাটকেলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ প্রায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, শনিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শায়েস্তানগর এলাকায় বিক্ষোভ মিছিল ও পদযাত্রা বের করা হয়। পদযাত্রার শেষদিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা জি কে গউছের সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। এসমময় জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীর উপর লাঠিচার্জ থেকে সংঘর্ষ শুরু হয়। পুলিশ টিয়ার সেল ও গুলি ছুড়তে থাকলে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশের দিকে পাল্টা ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। বিএনপি নেতাকর্মীরা টিয়াল শেল থেকে বাঁচতে সড়কে আগুন দেন।পুলিশের গুলি ও টিয়ার সেলে বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।এসময় হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে হবিগঞ্জ সদর থানার ওসি অজয়চন্দ্র সহ ১০ পুলিশ আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে সাংবাদিকদের বলেন, বিএনপির পদযাত্রা থেকে পুলিশের উপর হামলা চালানো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করতে বাধ্য হয় পুলিশ। কত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, তা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ