প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে স্টীল ব্রীজ ভেঙে ট্রাক নদীতে পড়ে নিখোঁজ হওয়া চালক ও হেলপার এর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাগলা- জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সুত্রে জানাযায়, রাজধানী শহর ঢাকা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক ২২ শে আগষ্ট রোজ মঙ্গলবার বিকাল প্রায় ৩ টা ৪০ মিনিটের সময় পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও নামক এলাকায় কাটাগাঙ্গ নদীর উপর অবস্থিত স্টীল ব্রীজের উপর উঠা মাত্রই ব্রীজটি ভেঙে এই ট্রাকটি নদীতে পড়ে সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজার ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ধুপাগুল গ্রাম নিবাসী মোঃ মসলিম আহমেদ এর ছেলে ট্রাক চালক মোঃ জাকির আহমদ কলিন্স ও কোম্পানিগঞ্জ থানাধীন ইদ্রিস মিয়ার ছেলে ট্রাকের হেলপার মোঃ ফারুক মিয়া নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে অত্র থানার একদল পুলিশ সহ জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘন্টা উদ্ধার কাজ পরিচালনা করে সন্ধ্যালগ্নে ট্রাক চালক জাকির ও হেলপার ফারুক এর মরদেহ উদ্ধার করেছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভূঁইয়া বলেন, ব্রীজ ভেঙে মালবাহী ট্রাক নদীতে পড়েছে এমন খবর পেয়ে আমার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর দুর্ঘটনা কবলিত ট্রাক এর চালক ও হেলপার এর মরদেহ নদী থেকে উদ্ধার করেছি। উদ্ধারকৃত মরদেহদ্বয় জগন্নাথপুর থানা পুলিশ এর হেফাজতে রয়েছে।
এদিকে এই ব্রীজটি ভেঙে যাওয়ায় পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভেঙে পড়া এই ব্রীজের উভয় পার্শ্বে শত-শত যানবাহন আটকা পড়ে আছে। এই সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন। জনস্বার্থে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest