প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতারা দল বেঁধে সিঙ্গাপুর গেছে। জাতীয় পার্টিও গেছে। ’ এ সময় বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা প্রস্তুত হচ্ছে। আমরাও প্রস্তুত। বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেওয়া হবে না।
সোমবার (২৮ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) উদ্যোগে সংস্থাটির সদর দপ্তরের সামনে ‘উন্নয়ন ও শান্তি’ সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, আলাপ-আলোচনা ভালো। তবে আপনারা রাজনীতি করেন, দয়া করে ষড়যন্ত্র করবেন না, সন্ত্রাস করবেন না, ২০১৩-১৪ সালের মতো আগুন দিয়ে মানুষ পোড়াবেন না। জ্বালানো, গাছ কাটার রাজনীতি করবেন না।
তিনি বলেন ‘তথ্য আছে বিএনপির আন্দোলনে জনগণ আসে না, এবার আপনারা (বিএনপি) সন্ত্রাসের পথে যাচ্ছেন। কানাডায় বিএনপির পাঁচজন নেতা আশ্রয় চাইতে গিয়েছিলো। সে দেশের আদালত বলে দিয়েছেন—এরা সন্ত্রাসী। এদের দল একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের রাজনৈতিক আশ্রয় দেয়া যাবে না। ’
ওবায়দুল কাদের বলেন, ‘আবার যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে তারা গণতন্ত্রকে গিলে খাবে। দেশে রক্তের বন্যা বইয়ে দেবে। কোন ভালো মানুষ বাঁচতে পারবে না, মুক্তিযুদ্ধের পক্ষের কোন শক্তিকে বাঁচতে দেবে না। বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। তারা আওয়ামী লীগের নেতা-কর্মী ও মুক্তিযুদ্ধের শক্তিকে নিশ্চিহ্ন করবে। বিএনপির হাতে ক্ষমতা গেলে তারা এ দেশকে পাকিস্তান বানাবে।’
তিনি বলেন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের আদর্শ এবং এদেশের অস্তিত্বকে বাঁচানোই এখন আমাদের মূললক্ষ্য।
আইইবি’র প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আইইবি’র সাবেক সভাপতি নুরুল হুদা, সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. মনজুরুল হক মঞ্জু, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান প্রমুখ।
সুত্রঃ দৈনিক দেশ বর্তমান
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest