প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন , আমাদের প্রধান সমস্যা হচ্ছে দারিদ্র্যতা। দেশের লাখ কোটি মানুষ তিন বেলা পেট ভরে খেতে পারে না। সবার আগে দারিদ্র্যতা দুর করতে হবে। তাই দেশের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আন্তরিক ভাবে কাজ করছে। জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন এর অগ্রযাত্রা আপনাদের চোখের সামনে দৃশ্যমান। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন আর বিগত সরকার গুলোর উন্নয়ন দেখে আপনারা ন্যায় বিচার করবেন। আগামী সংসদ নির্বাচনে আপনাদের নিকট হতে ন্যায় বিচার চাই। আপনাদের ভোটে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে উন্নয়ন এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা হিংসা বিদ্বেষ চাইনা। সুখী -সমৃদ্ধ বাংলাদেশ চাই। এ জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। বিরোধী দলের উদ্দেশ্যে আরো বলেন, সংবিধান মেনে নির্বাচনে আসুন। কারো কথায় শেখ হাসিনা যাবেনা। নির্বাচন ছাড়া শেখ হাসিনাকে সরানো কারো পক্ষে সম্ভব নয়। আমরা কারো গোলাম নই। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা বিশ্বের উন্নত দেশের মতো এগিয়ে যেতে চাই। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভারত চন্দ্র জয় করেছে গায়ের জোরে নয়। তারাও আমাদের দেশের মতো গরীব ছিল। শিক্ষা ও মেধাশক্তি দিয়ে আজ ওরা চন্দ্র জয় করেছে। এজন্য মনযোগ সহকারে লেখা পড়া করতে হবে। সততা, কর্মদক্ষতা, নিষ্টা আর আন্তরিকতা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তাহলে আমরাও বিশ্ব জয় করতে পারব।
৩০ শে আগষ্ট রোজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান এর সভাপতিত্বে ও সৈয়দ সাইদুল হক এর পরিচালনায় সৈয়দপুর গ্রামবাসীর পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে দেয়া গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন সংবর্ধিত অতিথি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ ও জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার কামরুজ্জামানঅধ্যক্ষ আব্দুর রহমান ও সৈয়দ আতাউর রহমান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার( জগন্নাথপুর সার্কেল) শুভাশিস ধর, পরিকল্পনা মন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
পরে মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর আদর্শ কলেজের নবনির্মিত আইসিটি ও একাডেমিক ভবন উদ্বোধন করেন।
এ ছাড়াও পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এলজিইডি’র বাস্তবায়নে ৮৯ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ১ কোটি ৩০ লাখ ৬০ হাজার ৭০০ টাকা ব্যয়ে পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, ৮৮ লাখ ৬৬ হাজার ৬৫ টাকা ব্যয়ে চকতিলক-দাওরাই সড়কের আধা কিলোমিটার অংশে আরসিসির কাজ ও ভবের বাজার-সৈয়দপুর-গোয়ালাবাজার সড়কের কাঁঠালখাইড় অংশে ৯ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার ৪৮১ টাকা ব্যয়ে পুনর্বাসন কাজের উদ্বোধন করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest