জগন্নাথপুরে শ্রীরামসি গণহত্যা দিবস পালন

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩

জগন্নাথপুরে শ্রীরামসি গণহত্যা দিবস পালন

 

স্টাফ রিপোর্টারঃ

নানা কর্মসূচীর মধ্য দিয়ে জগন্নাথপুরে শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে।
৩১ শে আগষ্ট শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীরামসি গ্রামের মানুষকে শান্তি কমিটির আহবানে এক জায়গায় জড়ো করে বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালায়। এতে শতাধিক মানুষ শহীদ হওয়ার পাশাপাশি ভাগ্যক্রমে দুই /একজন বেঁচে গিয়েছিলেন। দেশ স্বাধীন এর পর থেকে এসকল শহীদদের স্মরণে প্রতি বছর শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস পালন হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারো শ্রীরামসি শহীদস্মৃতি সংসদের উদ্যোগে শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ৩১ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীরামসি শহীদস্মৃতি সংসদের সভাপতি নূর মোহাম্মদ জুয়েল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা গবেষক ও লেখক হাসান মোরশেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিষ ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন ও মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন প্রমূখ।
এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ