মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে ২৯৬ জন নিহত, বহু আহত

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩

মরক্কোতে ভয়াবহ ভূমিকম্পে ২৯৬ জন নিহত, বহু আহত

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

শুক্রবার গভীর রাতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে মরক্কোর এটলাস পর্বতমালায়। এতে কমপক্ষে ৩০০ জন নিহত ও ১৫৩ জন আহত হয়েছে ও বহু ঘরবাড়ি পুরোপুরিই ধ্বংস হয়ে গেছে। মরক্কোর শতাব্দী পুরনো ঐতিহাসিক শহর মারাকেচে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বেশিরভাগ মৃত্যু পাহাড়ি এলাকায় হয়েছে। সেটি দুর্গম। ফলে প্রাথমিকভাবে মৃতের সংখ্যা গঠন করা হয়েছে ২৯৬ জন এবং আহতের সংখ্য ১৫৩। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, ৮ ই সেপ্টেম্বর শুক্রবার দিবাগত  রাত ১১টার কিছু পরেই মরক্কোর হাই এটলাস পর্বতমালায় ভূমিকম্পটি আঘাত হানে। এটি ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। ভূকম্পনটি মারাকেচের কেন্দ্রস্থলে প্রায় ৭২ কিলোমিটার (৪৪.৭ মাইল) দক্ষিণ-পশ্চিমে আঘাত হানে। প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষের এ নগরী বিশ্বের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।

মৃতের সংখ্যা সম্পর্কে তার টেলিভিশন বিবৃতিতে শান্ত থাকার আহ্বান জানিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, ভূমিকম্পটি আল হাউজ, ওয়ারজাজেট, মারাকেচ, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশে আঘাত করেছে।

ভূমিকম্পের কাছাকাছি বড় শহর মারাকেচের বাসিন্দারা বলেছেন, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পুরানো শহরে বেশকিছু ভবন ধসে পড়েছে। স্থানীয় টেলিভিশনে ভাঙা গাড়ির ধ্বংসস্তূপসহ একটি মসজিদের মিনারের ভেঙ্গে পড়ার ছবি দেখানো হয়েছে। প্যান-আরব আল-আরাবিয়া নিউজ চ্যানেল নামের একটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রের কাছের একটি পাহাড়ি গ্রামের গ্রামের বাসিন্দা মনতাসির ইত্রি রয়টার্সকে জানান, সেখানকার বেশিরভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং গ্রামকে উদ্ধারের জন্য কঠোর পরিশ্রম করছে এলাকাবাসীরা।

সূত্র: সিএনএন ও রয়টার্স

এ সংক্রান্ত আরও সংবাদ