জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‌্যালী ও আলোচনা সভা 

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে জগন্নাথপুরে র‌্যালী ও আলোচনা সভা 
হুমায়ূন কবীর ফরীদি ##
জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবং তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
” সেবা ও উন্নতির রূপকার উন্নয়নে  উদ্ভাবনে স্থানীয় সরকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস -২০২৩ ইং উদযাপন উপলক্ষে ১৮ ই সেপ্টেম্বর রোজ সোমবার সকালে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে  এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জগন্নাথপুর উপজেলা পরিষদ এর হলরুমে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার ওসি তদন্ত সুশংকর পাল, জগন্নাথপুর উপজেলা উচ্চ  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমান, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী,  জগন্নাথপুর উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ ও মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়াও জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে তিন দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ ইং এর  উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম। এময় রাজনৈতিক, সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এই মেলায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন সহ সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের ৮টি ও ১ টি পৌর সভা সহ  ইউনিয়ন পরিষদের ৮ টি সহ মোট ১৭ টি স্টল রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ