জগন্নাথপুরে মিনিবাস দুর্ঘটনায় ৩০ জন আহত

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩

জগন্নাথপুরে মিনিবাস দুর্ঘটনায় ৩০ জন আহত

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর – বিশ্বনাথ – রশীদপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস খাদে পড়ে ৩০ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তমধ্যে গুরুতর আহত ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সিলেট থেকে জগন্নাথপুর গামী একটি মিনিবাস ১৮ ই সেপ্টেম্বর রোজ সোমবার সকাল প্রায় সাড়ে সাত ঘটিকার সময় জগন্নাথপুর -বিশ্বনাথ- রশীদপুর সড়কের শাসননবী এলাকায় পৌছা মাত্রই এই মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে চালক সহ ৩০ জন নির্মাণ শ্রমিক আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আহতদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সৃজনা সরকার তমা জানান, গুরুতর আহত সাত জনকে সিলেট এম ও জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা জগন্নাথপুর পৌর শহরের ভবের বাজারে নির্মাণাধীন শেখ রাশেল মিনি স্টেডিয়ামের নির্মাণ শ্রমিক।

এ সংক্রান্ত আরও সংবাদ