প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
জাতীয় পার্টি কখনো আপসের রাজনীতি করবে না: জিএম কাদের উপজেলা প্রতিনিধি সভায় বক্তব্য দেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বর্তমান সরকার জাতীয় পার্টির (জাপা) অভ্যন্তরে গ্রুপিং সৃষ্টি করে দলকে দুর্বল করতে অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেন, ‘জাতীয় পার্টির একক নেতৃত্ব প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে সরকার। আমাদের মাতৃতুল্য রওশন এরশাদকে জিম্মি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জাতীয় পার্টি কখনো আপসের রাজনীতি করবে না।
বুধবার (৪ অক্টোবর) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ময়মনসিংহ জেলার ‘উপজেলা প্রতিনিধি সভায়’ এসব কথা বলেন তিনি। এদিন সাবেক যুগ্ম কর কমিশনার জহিরুল ইসলাম জহির জিএম কাদেরর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষের ভোটাধিকার ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। ফলে দেশের মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। ভোটের সুষ্ঠু পরিবেশ, ভোটাধিকার ও সুষ্ঠু রাজনীতি চায় দেশের মানুষ।
তিনি বলেন, ‘আমরা সংসদে, বক্তৃতা ও বিবৃতি দিয়ে গণমানুষের ভোটাধিকারের দাবিতে সোচ্চার আছি। বিদেশিরাও ভোটাধিকারের প্রশ্নে জোরালো ভূমিকা রাখছে। এ কারণেই সব বিষয়ে এক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।’
রূপপুর বিদ্যুৎকেন্দ্র বিষয়ে জিএম কাদের বলেন, ‘ক্লিন এনার্জির কারণে এক সময় পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের কদর ছিল। এখন অনেকেই আর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে না। যাদের তৈরি আছে তারাও বন্ধ করে দিচ্ছে। স্বল্প খরচ ও পরিবেশের ক্ষতি হবে না এমন ভাবনা থেকেই পারমানবিক বিদ্যুৎকেন্দ্রগুলো জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু এটা থেকে যে বিকিরণ হয় তা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ।’
তিনি বলেন, ‘দুর্নীতি না হলে সস্তায় বিদ্যুৎ উৎপাদন হতে পারে। একই কোম্পানি থেকে ভারত একই মডেলের দুটি পাওয়ার প্লান্ট তৈরি করেছে দুই হাজার মেগাওয়াটের, পাঁচ বিলিয়ন ডলার খরচে। আর আমাদের দেশে ওই কোম্পানি থেকে দুই হাজার ৪শ মেগাওয়াটের দুটি স্থাপনায় এখন পর্যন্ত খরচ হয়েছে ১৩ বিলিয়ন ডলারের বেশি। এই খরচ ১৬ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। যে প্রকল্প তৈরিতে ভারত ৬ থেকে ৭ বিলিয়ন ডলার খরচ করে, সেই প্রকল্প করতে আমাদের খরচ হচ্ছে ১৫ থেকে ১৬ বিলিয়ন। বেশি খরচ হওয়ার কারণে এই বিদ্যুৎ তো সস্তা হবে না।
যারা দলের ঐক্য ও শৃঙ্খলা পরিপন্থি কাজ করবে তাদের স্থান আর জাতীয় পার্টিতে হবে না জানিয়ে বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘পার্টির স্বার্থে কোনো দ্বিধার অবকাশ নেই। জাতীয় পার্টির ভেতরে অনাস্থার পরিবেশ সৃষ্টি করতে চাইলে সরকারেরই বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। অস্তিত্ব আর অধিকার রক্ষার স্বার্থে আমরা আর কারও সঙ্গে আপস করবো না।’
সুত্রঃ জাগো নিউজ
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest