প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২
হুমায়ূন কবীর ফরীদি##
জগন্নাথপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষকে গণস্বাস্থ্য স্যাটেলাইট সেবা প্রদান করা হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয় এর হলরুমে আজ ২৫ শে জানুয়ারী রোজ মঙ্গলবার সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত পাঁচ শতাধিক মানুষকে মাত্র ৫০ টাকা ফি এর মাধ্যমে বিশেষজ্ঞ ক্যাম্প পূর্ববর্তী স্যাটেলাইট স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। ঢাকা হতে আগত মেডিসিন, গাইনী, চক্ষু, শিশু ও সার্জারী অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎকগন।এছাড়াও অল্প খরছে আল্টা, ইসিজি সহ সকল ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়।
দুপুরে স্থানীয় সংবাদ কর্মীদেরকে স্যাটালাইট স্বাস্থ্য সেবা সম্পর্কে ব্রিফিং করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্রের সন্মানিত পরিচালক আবদুল আউয়াল, জগন্নাথপুর উপজেলার সমাজসেবক হাজী সোয়েল আহমেদ খান টুনু, স্থানীয় পাগলা বাজার গণস্বাস্থ্য হাসপাতালের ব্যবস্থাপক নজরুল ইসলাম।
ঢাকা থেকে আগত চিকিৎসা টিমের নেতৃত্ব দেন গ্রামীন গণস্বাস্থ্যের পরিচালক ডাঃ একে এম হালিমুর রেজা মিলন, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ গৌড় গোপাল সাহা, সহকারী রেজিস্ট্রার মেডিসিন ডাঃ মিলন খান, সহকারী রেজিস্ট্রার গাইনী নিপা বাড়ই , সহকারী রেজিস্ট্রার আল্টা ডাঃ বিভা, মেডিকেল অফিসার সার্জারী ডাঃ শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার শিশু সাইম ভূইয়া, মেডিকেল অফিসার জেনারেল ফিজিশিয়ান দীপংকর চৌধুরী, জুনিয়র মেডিকেল অফিসার ডা: মিম, ডাঃ সজিব, ডাঃ প্রিয়াংকা, ডাঃ মনিরা , ডাঃ অরিন ল্যাব টেকনোলজিস্ট লিটন চন্দ্র সরকার এবং স্বাস্থ্যকর্মী মাজেদা, মবিনা, ফারহানা, তারিনসহ ২১ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা টিম।
ব্রিফিংয়ে গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু আরো বলেন, স্বাস্থ্য সেবা এটিম আজ ২৫ জানুয়ারী হতে ৩১ জানুয়ারী পর্যন্ত সুনামগঞ্জ জেলায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকগন বিভিন্ন স্থানে পরামর্শ ও অপারেশন করবেন।
আগামীকাল উক্ত টিম সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত স্যাটালাইট স্বাস্থ্য সেবা দিবেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest