প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে আমন ধানের মায়াবী সবুজ গাছে গাছে রূপালী তোড় বের হওয়ার পাশাপাশি সোনালী রং রূপ নিতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক ক্ষেতের জমিতে রূপালী তোড় বের হয়ে সোনালী রং ধারন করেছে। তাই ধানের বাম্পার ফলন হবে এমনি আশা পোষণ করছেন কৃষক কূল।
চিরাচরিত নিয়মানুযায়ী সবুজ শ্যামলের ছায়া ঘেরা কৃষি প্রধান দেশ বাংলাদেশের আমন ফসলি জমিতে আমন ধান রোপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি আমন মৌসুমে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯ হাজার ৬ শত ২ হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছে। ১৯ শে অক্টোবর রোজ বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায় , আমন ধান রোপন এর উপযোগী জমিতে শরৎকালে জগন্নাথপুর উপজেলার ছোট বড় হাওরে আমন ধানের চারাগাছ রোপন ও বুনন করা হয়েছিল। দেখতে দেখতে ধানের সবুজ চারাগাছ প্রাপ্ত বয়স্ক হয়ে রূপালী রংয়ের তোড় ছাড়তে শুরু করেছে। এমনকি অনেক জমিতে চারাগাছে রূপালী রংয়ের তোড় বের হয়ে সোনালী রং ধারন করেছে। চলতি অক্টোবর মাসের শেষের দিকে অর্থাৎ কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে অগ্রহায়ণ মাসে কৃষক কূল সোনালী আমন ধান কেটে গুলায় তুলতে পারবেন। এতে করে আমন ধানের বাম্পার ফলন হবে এমনি আশায় কৃষক কূলের হৃদয়ে আনন্দ উল্লাস বিরাজ করছে। পরিবার এর প্রয়োজনীয় খোড়াকী মিটিয়ে ধান বিক্রি করে ভাল অর্থ উপার্জন করতে পারবেন বলেও অনেক কৃষক জানিয়েছেন।
এ ব্যাপারে কৃষক নূর মিয়া, শায়খুল ইসলাম ও জহিরুল ইসলাম সহ একাধিক কৃষক একান্ত আলাপকালে বলেন, আমন ধান ভাল হয়েছে। উপজেলা কৃষি বিভাগের নানামুখী সহযোগিতায় ও পরামর্শে জমতি ধান রোপন করায় রোগ-বালাই না থাকায় বাম্পার ফলন এর আশা করছি। ধানের তোড় বের হতে শুরু হয়েছে। অনেক জমিতে ধানের সোনালী রং ধারন করে পাকতে শুরু করেছে। আগাম জাতের ধান চলতি কার্তিক মাসের মাঝামাঝি থেকে কাটা মাড়াই শুরু হবে। অগ্রহায়ণ মাসে পুরোটাই ধান কাটা মাড়াই চলবে। এমনকি কাটা-মাড়াই শেষ হবে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ বলেন, ৯ হাজার ৬ শত ২ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। কৃষকদের সহযোগিতা করেছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বৃষ্টিপাতে তেমন ক্ষতি হয়নি। আশাবাদী বাম্পার ফলন হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest