প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
প্রায় এক হাজার বিড়ালকে দক্ষিণাঞ্চলের ঝাংগিজাগাংয়ে কাঠের বাক্সে ভরে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করে চীনের পুলিশ। পরবর্তীতে এর কারণ উদঘাটন করে পুলিশ জানতে পারে, এসব বিড়ালকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। যা পরবর্তীতে শূকর বা ছাগলের মাংস হিসেবে বিক্রি করা হতো
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চীনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে
প্রাণীদের রক্ষায় কাজ করা একটি সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিড়ালগুলো উদ্ধার করতে সফল হয় ।
সংস্থাটি জানায়, কাঠের বাক্সের ভেতর অসংখ্য বিড়ালকে আটকে রাখার বিষয়টি তাদের নজদের আসে। এরপর তারা বিড়ালগুলোর উপর টানা ছয়দিন নজরদারি চালান। যখন বিড়ালগুলোকে ট্রাকে তোলা হয় তখন তারা ট্রাকটি আটকান এবং পুলিশকে খবর দেন। এরপর বের হয়ে আসে— এই বিড়ালগুলো আটকে রাখার পেছনে রয়েছে একটি শক্তিশালী চক্র।
বিড়ালগুলো আবাসস্থল কোথায় সে বিষয়টি নিশ্চিত করে জানা যায় নি।
গত শুক্রবার চীনের সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়। খবরটি ছড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
উইবোতে একজন লিখেছেন, ‘এসব মানুষের যেন ভয়ঙ্কর মৃত্যু হয়।’ আরেকজন লিখেছেন, ‘প্রাণীদের রক্ষায় কখন আইন হবে? কুকুর ও বিড়ালের জীবনের কি কোনো মূল্য নেই।’
অপর একজন লিখেছেন, ‘আমি বাইরের বার্বিকিউ আর কখনো খাব না।’
সূত্র: বিবিসি
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest