জগন্নাথপুরে ঢিলেঢালা হরতাল, আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল ও সভা

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

জগন্নাথপুরে ঢিলেঢালা হরতাল, আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল ও সভা
হুমায়ূন কবীর ফরীদি ##
বিএনপির ডাকা হরতাল জগন্নাথপুরে ঢিলেঢালা ভাবে হয়েছে। দফায় দফায়  হরতাল বিরোধী মিছিল ও পথসভা  করেছে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। নির্বিঘ্নে চলেছে যানবাহন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা সারা দেশ ব্যাপী ২৯ শে অক্টোবর রোজ রবিবার  এর সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্তর হরতাল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঢিলেঢালা ভাবে হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক জগন্নাথপুর উপজেলা সদর সহ উপজেলার কোথাও এই হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং না থাকায় উপজেলার সবকটি সড়কে নির্বিঘ্নে যাত্রাবাহী ও প্রাইভেট যানবাহন চলাচল করেছে। দূরপাল্লার বাস-মিনিবাস দুপুরের পর থেকে জগন্নাথপুর – সুনামগঞ্জ ও জগন্নাথপুর রশীদপুর সড়ক দিয়ে চলাচল করছে। যদিও হরতাল আতংকে যাত্রী সাধারণ তুলনামূলক ভাবে কম ছিলেন। তবে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মী বৃন্দ দফায় দফায় উপজেলা সদরে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর বিভিন্ন পয়েন্টে ও সড়কে টহল দিয়েছেন। বিএনপির ডাকা হরতালে জগন্নাথপুরে কোনো প্রভাব পড়েনি। অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

এ সংক্রান্ত আরও সংবাদ