প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে বিএনপি নেতা হাবিব (৪৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এযাবৎ বিএনপি নেতা পাঁচজন জেল হাজতে।
স্থানীয়, থানা ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১১ ই নভেম্বর রোজ শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর এলাকার মৃত মোঃ আছিম উল্লাহর ছেলে জগন্নাথপুর থানার নাশকতা মামলার আসামী জগন্নাথপুর পৌর সভার ৫ নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা হাবিবুর রহমান ওরফে হাবিল(৪৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী হাবিলকে ১২ ই নভেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালত প্রেরন করা হয়। আদালত এর বিচারক তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন। সুত্র আরো জানায়, বিএনপির ডাকা অবরোধ এর নামে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহন ভাঙ্গার চেষ্টার অভিযোগে এক কথায় নাশকতার অভিযোগে বিগত ৬ ই নভেম্বর সন্ধ্যাক্ষনে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাদিকুর রহমান নান্নু ও জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা নিজাম আহমদকে আটক করে থানা পুলিশ। এবং ৭ ই নভেম্বর জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহসান আহসান বাদী হয়ে নাশকতার অভিযোগে বিএনপির ৩৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৪০/৪৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন (জগন্নাথপুর থানার মামলার স্মারক নং-৩৭৯০(৩)১, তারিখঃ-০৭/১১/২৩ ইং)। নান্নু ও নিজামকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালত এর মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেন। একই মামলায় ৯ ই নভেম্বর জগন্নাথপুর পৌর সভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাড়ী জগন্নাথপুর এলাকার নিজাম উদ্দিন ও জিয়াউর রহমান সমাজ কল্যাণ সংগঠন এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার আশরাফুল ইসলাম সুমনকে গ্রেপ্তার আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ যাবৎ এই মামলায় জগন্নাথপুর এর পাঁচ জন বিএনপি নেতাকর্মী জেল হাজতে রয়েছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest