প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
ইসরায়েলকে গোপনে ভয়ংকর অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা বিভাগের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, গোপনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, সামরিক যানসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ব্লুমবার্গের বরাতে বুধবার (১৫ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।
ব্লুমবার্গ জানিয়েছে, ইসরায়েলের চাহিদার ভিত্তিতে পেন্টাগন গোপনে তেল আাবিবে ভয়ংকর সব অস্ত্র সহায়তা দিচ্ছে। এরমধ্যে রয়েছে, আলোকরশ্মি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের জন্য অ্যাপাচি অস্ত্র সরঞ্জাম, ১৫৫ মিলিমিটার গোলা, নাইট ভিশন ডিভাইস, বাঙ্কার-বাস্টার গোলাবারুদ এবং সামরিক যান।
ব্লুমবার্গ জানিয়েছে, অস্ত্র সহায়তার এ চালান অক্টোবরের শেষ দিকে তালিকাভুক্ত করা হয়েছে। এ তালিকাটি পেন্টাগনের কাছেও পাঠানো হয়েছে। ইতোমধ্যে এগুলো হয়তো জাহাজে তোলা হয়েছে বা প্রতিরক্ষা বিভাগ তাদের ইউরোপ ও মার্কিন মজুদ থেকে সরবরাহের জন্য কাজ করছে।
এদিকে যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর নতুন করে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ নিয়ে ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকার ক্ষমতাসীন হামাসের ওপর তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞা আরোপ করল ইসরায়েলের মিত্র এই দুই দেশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার হামাসের সিনিয়র সদস্য ও সহপ্রতিষ্ঠাতা মাহমুদ খালেদ জাহহার, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রতিনিধি, দামেস্কভিত্তিক ডেপুটি সেক্রেটারি জেনারেল ও সামরিক শাখার নেতাকে টার্গেট করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া লেবাননভিত্তিক মানি এক্সচেঞ্জ কোম্পানি নাবিল চৌমান অ্যান্ড কোম্পানির মালিক ও প্রতিষ্ঠাতাকেও নিশানা করেছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী নিষেধাজ্ঞার তালিকায় হামাস সংশ্লিষ্ট ছয়জনের নাম যুক্ত করে ব্রিটিশ সরকার। এদের মধ্যে হামাসের চার নেতা রয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিকে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, যুক্তরাষ্ট্র হামাসের উত্থান এবং নৃশংসতা চালানোর অর্থ জোগাড়ের সক্ষমতা দমনে যুক্তরাজ্যসহ অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest