প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতা নূরুল (৩৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এযাবৎ বিএনপি নেতা ছয়জন জেল হাজতে।
স্থানীয়, থানা ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১৪ ই নভেম্বর রোজ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর এলাকার আব্দুস ছুবানের ছেলে জগন্নাথপুর থানার নাশকতা মামলার আসামী জগন্নাথপুর পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নরুল আমীন (৩৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী নূরুল আমীন (৩৫)কে ১৫ ই নভেম্বর সুনামগঞ্জ বিজ্ঞ আদালত প্রেরন করা হয়। আদালত এর বিচারক তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন। সুত্র আরো জানায়, বিএনপির ডাকা অবরোধ এর নামে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহন ভাঙ্গার চেষ্টার অভিযোগে এক কথায় নাশকতার অভিযোগে বিগত ৬ ই নভেম্বর সন্ধ্যাক্ষনে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাদিকুর রহমান নান্নু ও জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা নিজাম আহমদকে আটক করে থানা পুলিশ। এবং ৭ ই নভেম্বর জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহসান আহসান বাদী হয়ে নাশকতার অভিযোগে বিএনপির ৩৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৪০/৪৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন (জগন্নাথপুর থানার মামলার স্মারক নং-৩৭৯০(৩)১, তারিখঃ-০৭/১১/২৩ ইং)। নান্নু ও নিজামকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালত এর মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেন। একই মামলায় ৯ ই নভেম্বর জগন্নাথপুর পৌর সভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাড়ী জগন্নাথপুর এলাকার নিজাম উদ্দিন ও জিয়াউর রহমান সমাজ কল্যাণ সংগঠন এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার আশরাফুল ইসলাম সুমন ও ১১ ই নভেম্বর জগন্নাথপুর পৌর সভার ৫ নং ওয়ার্ড শাখা বিএনপির অন্যতম নেতা হাবিল কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ যাবৎ এই মামলায় জগন্নাথপুর এর ছয়জন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মী জেল হাজতে রয়েছেন। এবং বিগত ৯ ই নভেম্বর সুনামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার ৬ নং আসামী সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল এবং ২৫ নং আসামী এ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন হাজির হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে বাকী আসামীরা পলাতক রয়েছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest