জগন্নাথপুরের পাড়ারগাঁও গ্রামে এক যুবতীর আত্মহত্যা

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩

জগন্নাথপুরের পাড়ারগাঁও গ্রামে এক যুবতীর আত্মহত্যা
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুর এর পল্লীতে আলিমা(২৫) নামক এক যুবতী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পাড়ারগাঁও গ্রাম নিবাসী রফু মিয়ার মেয়ে আলিমা বেগম(২৫) বিগত ১৬ ই নভেম্বর  দিবাগত সন্ধ্যা রাতে নিজ শয়ন কক্ষে ছিল। রাতের খাবারের জন্য পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে এই কক্ষের দরজা বন্ধ দেখতে পান। এবং অনেক ডাকাডাকি করে তার কোনো সাড়াশব্দ না পেয়ে বসত ঘরের ছাদ দিয়ে দেখতে পান আকলিমা বেগম (২৫) বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তার নিথর দেহ মাটিতে নামিয়ে বুঝতে পারেন সে মৃত্যু বরন করেছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে রাতেই জগন্নাথপুর থানার এসআই সজীব সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে জগন্নাথপুর থানায় নিয়ে আসেন এবং লাশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রাখা হয়। ১৭ ই নভেম্বর লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ৫নং ওয়ার্ড এর মেম্বার মসিক আহমদ বলেন, আলিমা বেগম (২৫) নামক যুবতী আত্মহত্যা করেছে। জগন্নাথপুর থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছিল। ময়নাতদন্ত শেষে লাশ বাড়ীতে নিয়ে আসা হচ্ছে। রাতেই জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এবিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, পাড়ারগাঁও গ্রামের এক যুবতীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ