প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩
সরকারের টেকনোক্র্যাট দুই মন্ত্রী হচ্ছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগ করেছেন।পদত্যাগকারী প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন, ড. গওহর রিজভী, তারিক আহমেদ সিদ্দীক, ড. মসিউর রহমান, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও সজীব ওয়াজেদ জয়।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান সংসদ সদস্য হওয়ায় তিনি পদত্যাগ করেননি।
মোস্তফা জব্বার বলেছেন, বিষয়টি কেবিনেটে খোঁজ নিন। আমি ২০১৮ সালের কাহিনিটা বলতে পারি। তা হলো- সেসময় আমাদের পদত্যাগ করতে বলা হলো। আমরা পদত্যাগপত্র পাঠিয়ে দিলাম। রাষ্ট্রপতি তা গ্রহণ করলেন। তখন থেকে আমরা ইনেকটিভ হয়ে গেলাম। এবারও তাই হবে।
প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান জানান, তিনি পদত্যাগ করেছেন। মন্ত্রিপরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যারা সংসদ সদস্য নন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest