সুনামগঞ্জ -৩ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি, বৃহস্পতিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

সুনামগঞ্জ -৩ আসনে কে হচ্ছেন নৌকার মাঝি, বৃহস্পতিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা
হুমায়ূন কবীর ফরীদি ##
দুয়ারে কড়া নাড়চে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীকে নির্বাচন করার লক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন ৫ জন। তমধ্যে আলোচনায় মান্নান -ডন। নির্বাচনকে ঘিরে হাট-বাজার, মাঠে -ঘাটে ও অফিস পাড়ায়  আলোচনার ঝড় বইছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর দিন তারিখ ঠিক করে চলতি ২০২৩ সালের চলতি নভেম্বর মাসের ১৫ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ২০২৪ সালের ৭ জানুয়ারী নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। দিন তারিখ ঠিক থাকলে আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভিআইপি আসন হিসেবে খ্যাত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা  নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নৌকা প্রতীকে নির্বাচন করার লক্ষে টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান, স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্র মন্ত্রী ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজনীতির বটবৃক্ষ প্রয়াত আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর পুত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাবেক সংসদ সদস্য প্রয়াত এডভোকেট আব্দুর  রইছ  এর সুযোগ্য পুত্র সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবির রুমেন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য সিলেট জেলা যুবলীগের সাবেক সদস্য নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা মুজিব আদর্শে রাজপথ কাঁপানো লড়াকু সৈনিক মোহাম্মদ আশরাফুল ইসলাম আশরাফ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে পৃথক পৃথক সময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করে ২১ শে নভেম্বর দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন।  ২৩ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার  সকাল ১১ টার সময় রাজধানী শহরস্থ তেজগাঁও অবস্থিত ঢাকা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের সভানেত্রী ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে  সংসদীয় মনোনয়ন  বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের অন্যান্য আসনের ন্যায় সুনামগঞ্জ – ৩ আসনের চুড়ান্ত  প্রার্থীর ব্যাপারে ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে  সিদ্ধান্ত নেওয়া  হবে বলে দলীয় সুত্র জানিয়েছে।
এদিকে দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দানের পর থেকে সুনামগঞ্জ -৩ আসনে কে হচ্ছেন উন্নয়ন এর প্রতীক নৌকা’র মাঝি? তা নিয়ে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে চুলচেরা বিশ্লেষণ চলছে। সবার দৃষ্টি ঢাকার দিকে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভাষ্যমতে, সুনামগঞ্জ – ৩ আসনে ৫ জন দলীয় মনোনয়ন ফরম জমা দিলেও দলীয় বিবেচনায় হেভিওয়েট প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান ও সামাদ পুত্র আজিজুস সামাদ আজাদ ডন। নৌকা প্রতীক নিয়ে টানা তিন বারের বিজয়ী সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানেই আস্থা রাখবে আওয়ামী লীগ নাকি চমক হিসেবে নতুন প্রার্থী দেবে সেটা জানতেই সুনামগঞ্জ -৩ আসনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের দৃষ্টি এখন ঢাকার দিকে। কেননা এই আসনে কে হচ্ছেন নৌকার মাঝি সেই সিদ্ধান্ত আজ ২৩ শে নভেম্বর চুড়ান্ত ঘোষণা করবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ হবে সকল জল্পনা কল্পনার অবসান। তবে যাকেই নৌকা প্রতীকের প্রার্থী করা হউক না কেন সেটা দেখার বিষয় নয় নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন অত্রাঞ্চলের  দলীয় নেতাকর্মী বৃন্দ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন চলতি বছরের ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। ৭ জানুয়ারী ভোট গ্রহণ।

এ সংক্রান্ত আরও সংবাদ