প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
বিএনপি’র ডাকা অবরোধ আর হরতালে জগন্নাথপুরে নির্বিঘ্নে যানবাহন চলাচল করেছে।স্বাভাবিক ছিল জন চলাচল। গ্রেপ্তার আতংকে আতংকিত বিএনপি নেতাকর্মীরা কোথাও পিকেটিং করেনি। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর টহল দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্ত্যাগ ও সরকার পতনের এক দফার দাবীতে এবং ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা সারা দেশ ব্যাপী অষ্টম ধাপের অবরোধ কর্মসূচীর প্রথম দিন অর্থাৎ বিগত ২৯ শে নভেম্বর রোজ বুধবারবার ও হরতাল কর্মসূচীর দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল ৩০ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কোনো প্রভাব পড়েনি । সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, বিগত ৭ ই নভেম্বর জগন্নাথপুর থানায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ ৪০/৪৫ জন অজ্ঞাতনামা নেতাকর্মী বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলার আট আসামী জেল হাজতে রয়েছেন। অন্য আসামীদের গ্রেপ্তারে প্রশাসনিক অভিযান অব্যাহত আছে। যার ফলশ্রুতিতে গ্রেপ্তার আতংকে আতংকিত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ রাজপথে তাকাতো দুরে থাক বাড়ী-ঘর ছেড়ে গা-ঢাকা দিয়ে আছেন। তাই জগন্নাথপুর উপজেলা সদর সহ উপজেলার কোথাও এই অবরোধ ও হরতাল এর সমর্থনে মিছিল ও পিকেটিং না থাকায় উপজেলার সবকটি সড়কে ছোট ছোট যানবাহন অর্থাৎ যাত্রীবাহী সিএনজি, অটোরিক্সা নির্বিঘ্নে চলাচল করেছে। এমনকি দূরপাল্লার বাস-মিনিবাস ও প্রাইভেট যানবাহন সুনামগঞ্জ- পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে ও জগন্নাথপুর- বিশ্বনাথ – রশীদপুর সড়ক দিয়ে চলাচল করেছে। এমনকি যানবাহনে যাত্রী সহ উপজেলা সদর বাজার সহ সর্বত্র জন চলাচল স্বাভাবিক ছিল। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মী বৃন্দ বিএনপি ও সমমান দলের ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচীর প্রতিবাদে সার্বক্ষণিক সরব ছিলেন। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর বিভিন্ন পয়েন্টে ও সড়কে টহল দিয়েছেন। বিএনপির ডাকা হরতালে জগন্নাথপুরে কোনো প্রভাব পড়েনি। অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest