প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
উৎসবমূখর পরিবেশে সুনামগঞ্জের পাঁচটি আসনে মনোনয়ন প্রদান করেছেন ৪১ জন প্রার্থী। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৪৬ জন প্রার্থী। জমা দেয়ার শেষ দিন দাখিল করেছেন ৪১ জন।
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১০ জন, দাখিল করেছেন ৯ জন। সুনামগঞ্জ—২ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারী ৬ জনই মনোনয়নপত্র দাখিল করেছেন। সুনামগঞ্জ—৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহকারী ৬ জনই মনোনয়নপত্র দাখিল করেছেন। সুনামগঞ্জ—৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৯ জন, দাখিল করেছেন ৮ জন। সুনামগঞ্জ—৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৫ জন, দাখিল করেছেন ১২ জন।
সুনামগঞ্জ—১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. রনজিত সরকার, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বঞ্চিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি সেলিম আহমদ, গণফ্রন্ট’র জাহানুর রশীদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির হারিছ মিয়া, জাতীয় পার্টির আব্দুল মান্নান, বাংলাদেশ কংগ্রেস’র সালেহ আহমদ, তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী, বিকল্পধারা বাংলাদেশের মো. রফিকুল ইসলাম।
জমা দেননি মনোনয়ন বঞ্চিত সাবেক সচিব বিনয় ভূষন তালুকদার।
সুনামগঞ্জ— ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা এমপি, স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব, গণতন্ত্রী পার্টির মিহির রঞ্জন দাস, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ড. মো. সামসুল হক চৌধুরী।
সুনামগঞ্জ—৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ, জাকের পার্টির মো. নজরুল ইসলাম, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, জাতীয় পার্টির তৌফিক আলী মিনার, জাতীয় গণফ্রন্ট’র তালুকদার মকবুল হোসেন।
সুনামগঞ্জ—৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট পীর ফজলুর রহমান এমপি, মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, স্বতন্ত্র মোবারক হোসেন, জাসদের আবু তাহের মো. রুহুল তুহিন, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ দিলোয়ার, বিএনএম’র দেওয়ান শামসুল আবেদীন ও বাংলাদেশ সুপ্রীম পার্টির আবুল ফজল মো. মাসউদ।
জমা দেননি মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মো. মতিউর রহমান।
সুনামগঞ্জ—৫ মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য দলীয় মনোনয়ন বঞ্চিত শামীম আহমদ চৌধুরী, গণফোরামের আইয়ূব করম আলী, বাংলাদেশ সুপ্রীম পার্টির আবু সালেহ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সাচ্চু বিশ্বাস, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মনোনীত প্রার্থী মো. আশরাফ হোসেন, জাকের পার্টির শেখ ইয়াকুব আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবু সালেহ, ন্যাশনাল পিপলস পার্টির আজিজুল হক, জাতীয় পার্টির মো. নাজমুল হুদা, মনির উদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগের হাজী আব্দুল জলিল।
জমা দেননি জাতীয় পার্টির আবু লেইস, রুহুল আমিন, বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির বদরুল আলম।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest