সুনামগঞ্জ -৩ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৩

সুনামগঞ্জ -৩ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন

স্টাফ রিপোর্টারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনে সংসদ সদস্য পদ প্রার্থী দলীয় ও স্বতন্ত্র ৬ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও সহকারী রিটার্নিং অফিসার  শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পৃথকভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ সালের ৭ ই জানুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি ২৯ শে নভেম্বর রোজ বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম ও বিকাল ৩ ঘটিকার সময় সহকারী রিটার্নিং অফিসার  শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আর মনোনয়ন দাখিল এর শেষ দিন অর্থাৎ ৩০ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ, জাতীয় পার্টি মনোনীত তৌফিক আলী মিনার, জাকের পার্টি মনোনীত নজরুল ইসলাম, তৃণমূল বিএনপি মনোনীত এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এবং গণফ্রন্ট মনোনীত মকবুল হোসেন তালুকদার  সহকারী রিটার্নিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম ও বিকালে সময় সহকারী রিটার্নিং অফিসার ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থক সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি  বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ৭ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন এর মনোনয়ন দাখিল এর শেষ দিন ছিল ৩০ নভেম্বর। চলতি ২০২৩ সালের চলমান ডিসেম্বর মাসের ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, ৬থেকে ২৫ ই ডিসেম্বর আপিল গ্রহণ, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, প্রচারণার শেষ তারিখ ২০২৪ সালের ৫ জানুয়ারী ও ৭ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ