ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন আহত

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুর -পাগলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদুল (১৮) ও রবিন(১৮) নামক দুই যুবক নিহত হয়েছে। এবং মকসুদ (২০) নামক এক যুবক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানাযায়, ৬ ই ডিসেম্বর রোজ বুধবার দিবাগত রাতে তিন তরুণ সুনামগঞ্জের ছাতক উপজেলার গাগলাজুর গ্রাম নিবাসী আনাই মিয়ার ছেলে নাহিদুল হক(২২), জিয়াপুর পূর্বপাড়া গ্রাম নিবাসী আবাব মিয়ার ছেলে মুসৃতাক আহমদ  রবিন আহমদ (২০) ও গাগলাজুর গ্রাম নিবাসী এলাইছ মিয়ার ছেলে মকসুদ মিয়া (২৩) সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর এর দিকে যাওয়ার পথে রাত প্রায় ৮ ঘটিকার সময় জগন্নাথপুর -পাগলা সড়কের গোয়াসপুর গ্রাম এলাকায় দাড়াখাই ব্রীজের সন্নিকটে সড়কের উপর দাড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এই তিন যুবক রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয়ে নাহিদুল হক (১৮) ও রবিন আহমদ (১৮) মৃত্যু বরন করে। এবং মকসুদ মিয়া (২০) গুরুতর আহত হয়েছে। তাৎক্ষনিক আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাহিদ(১৮) ও রবিন(১৮) কে মৃত ঘোষণা করেছেন। আর গুরুতর আহত মকসুদ মিয়া (২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার করেছেন।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ সৃজনা সরকার তমা গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আসার আগেই ২ জনের মৃত্যু হয়েছে। এবং গুরুতর আহত ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শুনেছি ওরা নাকি মোটরসাইকেল এক্সিডেন করেছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ