জগন্নাথপুরে বেশী মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৩

জগন্নাথপুরে বেশী মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ৩৫ হাজার টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে বেশী মূল্যে পেঁয়াজ বিক্রি করায় ২ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯ ই ডিসেম্বর রোজ শনিবার  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন। এসময় বেশী মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে আল হাবিব এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা ও লাভলী এন্টারপ্রাইজ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন।
এ ব্যাপারে সহকারী পরিচালক আল-আমিন বলেন, অধিক মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ও মূল্য তালিকা না থাকায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং মূল্য তালিকা প্রদর্শন এর নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ