জগন্নাথপুরে বেশী মূল্যে পেঁয়াজ বিক্রি করায়  দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

জগন্নাথপুরে বেশী মূল্যে পেঁয়াজ বিক্রি করায়  দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

বেশী মূল্যে পেঁয়াজ বিক্রি করায় জগন্নাথপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এর বিচারক রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ জগন্নাথপুর বাজারে ১২ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ। এসময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে জগন্নাথপুর বাজার এর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স বাউধরন ভেরাইটিজ স্টোরকে নগদ ১০ হাজার টাকা ও হাবিব ভেরাইটিজ স্টোরকে নগদ ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ