তাহিরপুর সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য সহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৩

তাহিরপুর সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য সহ গ্রেফতার ৩

তাহিরপুর থেকে, আমির হোসেনঃ

সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা তাহিরপুরে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের কোটি টাকার পণ্য সহ তিন চোরাচালানীকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী ঢালার পাড় গ্রামের আব্দুল হাইর ছেলে ফারুক আহমেদ (২০), পাশ্ববর্তী লাউড়েরগড় গ্রামের মিরাট মিয়ার ছেলে হাবিবুর রহমান (২১) এবং হাবিবুর রহমানের পিতা মিরাট মিয়া (৫৫)।
জানা যায়, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীনের দিক নির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ও এএসআই নাজিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম লাউড়েরগড় সীমান্তবতী বিজিবি ক্যাম্প সংলগ্ন যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে তিন চোরাচালানী সহ প্রথমে একটি কাঠবডি নৌকা জব্দ করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম ২২ কাটুন, ভেসলিন ক্রিম ৩২ কাটুন, জনসন বেবি শেম্পু ১৬ কাটুন, ফ্রেম ক্রিম ১১ কাটুন, জনসন সফ ১৮ কাটুন, সার্ট ৮০ পিস, সানমেক্স ১১৬ পিস থান কাপড়, এমজি ১৭৫ পিস থান কাপড়, মেক লাক্সারি সুটের কাপড় ১৮ পিস সহ একটি মোবাইল ফোন। যার বাজার মূল্য এক কোটি এক লাখ ৭৩ হাজার ৭শত ৬০ টাকা।
সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) নাসিম উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছি। চোরাচালান রোধে এধরনের অভিযান সব সময় অভ্যাহত থাকবে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, পুলিশ অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। তিনি বলেন, আমার জানামতে এর আগে এতো বড় চোরাচালান পণ্য জব্দ হয়েছে কিনা আমার জানা নেই। এঘটনায় আটককৃত তিনজন আসামি করে একজনকে পলাতক আসামি দেখিয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ