জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন আহত

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরগঞ্জের বুলবুল(৪৫) নিহত হয়েছেন ও সিলেট এর ইসলাম উদ্দিন (২৪) আহত হয়েছেন।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, কিশোরঞ্জ জেলার ইটনা উপজেলার চিল্লি গ্রাম নিবাসী মোহাম্মদ সুলেমান এর ছেলে মাটির কাজের ঠিকাদর আলী হোসেন বুলবুল(৪৫) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রায়পুর গ্রাম নিবাসী মফিজ আলীর ছেলে ইসলাম উদ্দিন (২৪) গতকাল ১৯ শে ডিসেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যা রাতে মোটরসাইকেল যোগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত উলুকান্দী গ্রাম থেকে সৈয়দপুর- বিশ্বনাথ সড়ক দিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাগিচা বাজার এলাকার গোদামঘাটে যাওয়ার পথে জগন্নাথপুর অংশে সৈয়দপুর( নোয়াপাড়া) খাঁনবাড়ী নামক স্থানে রাত প্রায় সাড়ে সাত ঘটিকার সময় ব্রীজের উপর পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা ইজিবাইক গাড়ীর সাথে এই মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক আলী হোসেন বুলবুল ও মোটরসাইকেল আরোহী ইসলাম উদ্দিন গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয় জনতা আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ইসলাম উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই শামছুল আরেফিন তালুকদার হাসপাতালে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে হাসপাতালের মর্চ্যুয়ারীতে রাখেন। লাশের ময়নাতদন্তের ২০ শে ডিসেম্বর রোজ বুধবার সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই আলী হোসেন বুলবুল এর মৃত্যু হয়েছে। অপর আহত চিকিৎসা নিচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ