আগামী ১৫ ই ফেব্রুয়ারী থেকে এসএসসি পরীক্ষা শুরু

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৩

আগামী ১৫ ই ফেব্রুয়ারী থেকে এসএসসি পরীক্ষা শুরু

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আগামী ২০২৪ সালের  ১৫ ফেব্রুয়ারি থেকে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা শুরু হয়ে চলবে ১২ মার্চ পর্যন্ত। এরপর ১৩ থেকে ২০ মার্চ পর্যন্ত বিভিন্ন বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ ২১ শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, তিন ঘণ্টাব্যাপী পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিষয়ভিত্তিক পরীক্ষাগুলোর জন্য প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার কমপক্ষে তিন দিন আগে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।