হুমায়ূন কবীর ফরীদি ##
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর নৌকা প্রতীকের সমর্থনে জগন্নাথপুরে প্রচার মিছিল, লিফলেট বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ সালের ৭ ই জানুয়ারী অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর নৌকা প্রতীকের সমর্থনে ২৩ শে ডিসেম্বর রোজ শনিবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা আওয়ামী লীগ ও পৌর শাখা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে গিয়ে জগন্নাথপুর পৌর শাখা আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর পুত্র শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদাত মান্নান অভি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আকমল খান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেব, সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ ফিরোজ আলী, মুজিবুর রহমান মুজিব, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর শফিকুল হক, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন ও ছাত্রলীগ নেতা সায়েক আহমদ প্রমুখ।
এসময় দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ জগন্নাথপুর পৌর শহরে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে সংসদ সদস্য পদপ্রার্থী পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর ফটো ও নৌকা প্রতীকের ফটো সম্বলিত নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন।