তাহিরপুরে ৪ হাজার ৮০০ কেজি ভারতীয় পেঁয়াজসহ গ্রেফতার ২ জন

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৪

তাহিরপুরে ৪ হাজার ৮০০ কেজি ভারতীয় পেঁয়াজসহ গ্রেফতার ২ জন

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই মৃদুল কান্তি সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৮০০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১টি ট্রাকসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন তাহিরপুর থানার চন্দ্রপুর গ্রামের মোঃ রুসমত আলীর ছেলে সাহিবুর রহমান (৪২), একই থানার শিমুলতলা গ্রামের মৃত মন্নর আলীর ছেলে বাবুল মিয়া (৫০)। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন হুসনা গ্রামে তাহিরপুর থানা থেকে বাদাঘাটগামী রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিদ্বয় ১টি ট্রাকে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করছিল। তাদের কাছে থাকা ট্রাকটি তল্লাশি করে ৪ হাজার ৮০০ কেজি (১২০ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৮ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১১ ই ফেব্রুয়ারী রোজ রবিবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ