সুনামগঞ্জে ইজিবাইক চালক হত্যার ঘটনায় ৭ জন গ্রেপ্তার    জগন্নাথপুরে বোরোধান কাটা প্রায় শেষ, বাম্পার ফলনে কৃষক-কৃষাণীর মূখে হাসি     যুক্তরাষ্ট্রে ২ হাজারেরও বেশী শিক্ষার্থীকে গ্রেপ্তার    জগন্নাথপুরে অসুস্থ বিএনপি নেতার শয্যা পাশে নেতৃবৃন্দ     জগন্নাথপুরে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার সহ ২ জন গ্রেপ্তার    কানেক্টিকাটে নিউ ইংল্যান্ড হিন্দু এসোসিয়েশনের আয়োজনে বর্ষ বরণ উৎসব অনুষ্ঠিত    আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জগন্নাথপুরে শ্রমিক সমাবেশ ও র‌্যালী    জগন্নাথপুরে “মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্ট” কর্তৃক মেধাবৃত্তি বিতরণ    জগন্নাথপুরে “মন্তাজুর রহমান কল্যাণ ট্রাস্ট” কর্তৃক মেধাবৃত্তি বিতরণ    জগন্নাথপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী

মৌ’বাজারে একটি ডিম ১৯ হাজার টাকায় বিক্রি

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ডিম বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়। একজন ব্যবসায়ী এই দামে ডিমটি কিনে নেন।

পবিত্র শবে কদরের রাতে (৬ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে নিলামে বিক্রি হয় এই ডিমটি। মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিরা এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, পবিত্র শবে কদরের রাতে মির্জাপুর জামে মসজিদে একজন মুসল্লি একটি ডিম দান করেন। পরে উন্মুক্ত নিলামে তোলা হয় ডিমটি। এসময় মুসল্লিরা ডাকে অংশ নেন। শুরুতেই ৫০০ টাকা দাম ওঠে ডিমটির। এরপর একে একে প্রতিযোগিতা করে বাড়তে থাকে দাম। সবশেষ ১৯ হাজার টাকা দাম বলেন সালেহ আহমেদ নামের একজন মুসল্লি। এ দামেই ডিমটি তার কাছে বিক্রি করে মসজিদ কমিটি।

সুত্রঃ দৈনিক  যুগান্তর

এই সংবাদটি 22 বার পঠিত হয়েছে