জগন্নাথপুরে ধান কাটা উৎসব উদ্বোধন করেছেন এম এ মান্নান এমপি

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৪

জগন্নাথপুরে ধান কাটা উৎসব উদ্বোধন করেছেন এম এ মান্নান এমপি

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের নলুয়ার হাওরে  ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন আলহাজ্ব এম এ মান্নান এমপি।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর এর ভূরাখালী এলাকায় গতকাল ১৮ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার   কৃষি সম্প্রসারণ কার্যালয় জগন্নাথপুরের উদ্যাগে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,  সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  এম এ মান্নান। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু রঞ্জন ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল, কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্ভিদ সংবক্ষন কর্মকর্তা তপন চন্দ্র শীল,আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, আকমল খান,উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, সাবেক ইউ,পি সদস্য  নান্টু দাস প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,  সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ সরকার কৃষক,শ্রমিক মেহনতি মানুষের পাশে সার্বক্ষণিক রয়েছে। কৃষিতে আধুনিকতার ছোঁয়া এ সরকারের হাত ধরে এসেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে পরিবর্তনের যে সূচনা হয়েছে তা এগিয়ে নিতে হবে। একটি কুচক্রী মহল দেশের উন্নয়ন ও পরিবর্তন চোখে দেখে না। এরা বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে না। এদের থেকে সর্তক থাকার আহ্বান জানান। সভায় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, জগন্নাথপুর উপজেলায় ২১ হাজার ৩৮৫ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে। ইতিমধ্যে ৩০ শতাংশ ধান কাটা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ