জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে নানা কর্মসূচী পালন

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে নানা কর্মসূচী পালন

হুমায়ূন কবীর ফরীদি ##

প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর ১৯ তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর ১৯ তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যেগে ২৭ শে এপ্রিল রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়াম চত্বরে অবস্থিত আব্দুস সামাদ আজাদ এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু’র সভাপতিত্বে ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র, আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি হাবিবুর রহমান হাবিব, জগন্নাথপুর উপজেলা শ্রমীক লীগের সদস্য সচিব জাহির উদ্দিন, সদস্য বাবুল দাস, আওয়ামী লীগ নেতা আফু মিয়া,শেলিম আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও ছাত্র লীগ নেতা শায়েখ আহমদ প্রমুখ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
এছাড়াও প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ এর ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁহার জন্ম ভূমি জগন্নাথপুর উপজেলার ভূরাখালী গ্রামের বাড়ীতে দোয়া মাহফিল ও শিরনী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ