প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মে ৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর বাজারের ইকড়ছই (ডহরের পাড়) নামক জায়গায় বিরোধকৃত ভূমির ওপর থাকা ৫৫টি টিনশেড দোকান ঘর আদালতের নির্দেশে এক যুগ পর নিলাম দিয়ে ভাড়ার আয়-ব্যায়ের হিসাব বিজ্ঞ আদালতে জমা দিতে জগন্নাথপুর থানা পুলিশ কে নির্দেশ দেওয়ার প্রেক্ষিতে ৫ ই মে রোববার ওই দোকান গুলোর ব্যবসায়ীদের জগন্নাথপুর থানায় দোকান ভাড়া দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে জগন্নাথপুর থানা পুলিশ। ৫৫ দোকানের প্রতি মাসের ভাড়া ৫৫জন ব্যবসায়ী রসিদের মাধ্যমে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার সাবইন্সপেক্টর
সাব্বির আহসানের নিকট বুঝিয়ে দিতে ব্যবসায়ী দের নির্দেশ প্রদান করা হয়।
রোববার দুপুরে এস আই সাব্বির আহসান
সরেজমিন ওই দোকানগুলোতে যান এবং ব্যবসায়ী দের আদালতের নির্দেশনা মোতাবেক জগন্নাথপুর থানা পুলিশের হাতে দোকান ভাড়া প্রদানের নির্দেশ দেন।
এস আই সাব্বির আহসান জানান, সুনামগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের নির্দেশ মোকাবেক আজ আমি বিরোধ কৃত দোকানের ভাড়াটিয়া ব্যবসায়ী গনকে আদালতের নির্দেশনার কথা বলেছি। এখন থেকে রসিদের মাধ্যমে তারা জগন্নাথপুর থানা পুলিশের কাছে দোকান ভাড়া প্রদান করবেন এবং আমরা বিজ্ঞ আদালতে উত্তোলন কৃত ৫৫টি দোকান ভাড়ার টাকা জমা দিব।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের বাসিন্দা নুর ইসলামের স্ত্রী আছমা খাতুন গং বাদী হয়ে ২০১৩ সালে ছিলিমপুর গ্রামের শফিকুর রহমান গংদের বিবাদী করে আদালতে মামলা দায়ের করেন। গত ৩ মার্চ উক্ত মামলা সিনিয়র সহকারী জজ আদালতের রায়ে বিরোধীয় ৫৫ টি টিনসেড দোকানঘর জগন্নাথপুর থানার অনুকূলে রিসিভারের আদেশ প্রদান করেন। আদেশে বলা হয় ইকড়ছই মৌজার সাবেক এস এ দাগ নং ৬৮৫ ও আর এস দাগ নং ৯২৯, ৬৪৯, পরিমান ৩.৩৫ একর ভূমিতে ৫৫ টি দোকানঘর নিলাম দিয়ে মাসিক ভাড়া জগন্নাথপুর থানার মাধ্যমে জমা রেখে আদালতকে অবহিত করতে হবে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক দোকান ভাড়া বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। মানবিক দৃষ্টিকোন থেকে বিরোধ কৃত দোকানে অবস্হান রত ব্যবসায়ী দেরকে ভাড়া দেওয়ার সিদ্ধান্তক্রমে এখন থেকে তারা থানায় ভাড়া প্রদান করবেন এবং বিজ্ঞ আদালতের নির্দেশ মোকাবেক আমরা আদালতে জমা দিব।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest