স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্ঠার দাবীতে জগন্নাথপুরে পদযাত্রা ও ছাত্র সমাবেশ 

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, মে ৭, ২০২৪

স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্ঠার দাবীতে জগন্নাথপুরে পদযাত্রা ও ছাত্র সমাবেশ 
 স্টাফ রিপোর্টারঃ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপি ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, ছাত্র সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ৭ ই মে রোজ  মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের  জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে জগন্নাথপুর  উপজেলা শাখা বাংলাদেশ  ছাত্রলীগের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের নেতৃত্বে কলেজ প্রাঙ্গনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন শেষে ছাত্র সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম রনি, বাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জুয়েল হোসেন, ফারজান রাজা, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এন আই রোকন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ের সভাপতি মির্জা হোসেন আহমদ রিপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম দস্তগীর জনি ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ রনি, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাছুম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হক, কলেজ শিক্ষার্থী আলিমা আক্তার মহিমা, সুমি বেগম, ফাহমিদা, সু্লতানা, মাইশা বেগমসহ জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী বৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতা-কর্মীরা অংশ নেন।