জগন্নাথপুরের নাসিমা যুক্তরাজ্যের লোয়েস্টওফট টাউন এর প্রথম মেয়র

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২৪

জগন্নাথপুরের নাসিমা যুক্তরাজ্যের লোয়েস্টওফট টাউন এর প্রথম মেয়র

হুমায়ূন কবীর ফরীদি ##

প্রথম বারের মতো বাংলাদেশী বংশদ্ভূত জগন্নাথপুর এর কন্যা নাসিমা বেগম যুক্তরাজ্যের লোয়েস্টফ্ট টাউন কাউন্সিল থেকে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর বিজয়ে জগন্নাথপুরবাসীর মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে।
বিগত ২১ শে মে রোজ মঙ্গলবার যুক্তরাজ্যের
লোয়েস্টফ্ট টাউন কাউন্সিল এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বাংলাদেশী বংশদ্ভূত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামারখাল গ্রাম নিবাসী প্রয়াত আলহাজ্ব আব্দুল হাসিম এর তৃতীয় সন্তান যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্যের লোয়েস্টফ্ট টাউন হল এর বাংলাদেশী বংশদ্ভূত প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে তিনি টানা তিনবার লোয়েস্টফ্ট টাউন হল এর ডেপুটি মেয়র এর দায়িত্ব পালন করেছেন। তিনি সাত ভাইবোন এর মধ্যে তৃতীয়। তাঁর এই বিজয়ে জগন্নাথপুর উপজেলাবাসী সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে। তাকে ও ভোটার সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
এ বিষয়ে নবনির্বাচিত মেয়র নাসিমা বেগম এর চাচ্চু যুক্তরাজ্য প্রবাসী মোঃ আবু সুফিয়ান তালুকদার মুঠোফোনে আলাপকালে বলেন, আমার ভাতিজি নাসিমা বেগম যুক্তরাজ্যে জন্ম নিয়েছে। কমিউনিটির মানুষের সাথে সুসম্পর্ক থাকার সুবাদে ও সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখার সুবাদে যুক্তরাজ্যের লোয়েস্টওফট টাউন হল কাউন্সিলে টানা তিনবার এর ডেপুটি মেয়র থাকার পর এবার মেয়র নির্বাচিত হয়েছে। সে যেন তার উপর অর্পিত দায়িত্ব যাথাযথ ভাবে পালন করতে পারে সকলের ভালবাসা ও দোয়া কামনা করছি।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ