দেশকে বিপদের মুখে নিক্ষেপ করা হচ্ছে -জোনায়েদ সাকি

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মে ২৪, ২০২৪

দেশকে বিপদের মুখে নিক্ষেপ করা হচ্ছে -জোনায়েদ সাকি

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাযেদ সাকি বলেছেন, পশ্চিমা বিশ্বের চাপ মোকাবিলায় সরকার ভারতের চরম হিন্দুত্ববাদী মোদি সরকারের সঙ্গে অশুভ আঁতাত করছে। এতে দেশকে বিপদের মুখে নিক্ষেপ করা হচ্ছে।
২৪ শে মে রোজ শুক্রবার বরিশাল নগরীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।
সাকি বলেন, আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসন দেশকে গভীর অনিশ্চয়তায় নিপতিত করছে। ক্ষমতায় থাকার সুযোগ করে দেওয়ার বিনিময়ে ব্যবসায়ী ও আমলাদের লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ কোটি টাকা। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, সাবেক আইজিপির সম্পদ ক্রোকের ঘোষণা, সরকারদলীয় এমপি খুন দেশে অনাচার ও দুর্বৃত্তায়নের সামান্য নজির মাত্র।
প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন স্বপন ও নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক মাহিদুজ্জামান মাহিদ। সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী ও গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু।
সুত্রঃ সমকাল

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ