প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২
ইউএস বাংলা বার্তাঃ দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় থমকে গেছে বিএনপির রাজনৈতিক কর্মসূচিসহ সব সাংগঠনিক কার্যক্রম। সভা, সমাবেশসহ মাঠের সব কর্মসূচি, এমনকি- যাবতীয় সাংগঠনিক কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। তবে আগামী মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত রাজপথের সব কর্মসূচি বন্ধ রেখে ঘরোয়া ও ভার্র্চুয়াল প্রোগ্রামগুলো চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মাঠের কর্মসূচি স্থগিত থাকলেও পরবর্তী জাতীয় নির্বাচন সামনে রেখে একটি ‘বৃহত্তর রাজনৈতিক জোট’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দলের নীতি-নির্ধারণী মহলের একাধিক সদস্য এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংক্রমণের কারণে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে আপাতত কর্মসূচিগুলো শিথিল রাখা হয়েছে। করোনা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গেই আবারও পুরোদমে শুরু হবে রাজপথের কর্মসূচি। তখন দেখতে পাবেন আন্দোলন কাকে বলে।
এদিকে স্থায়ী, উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির কমপক্ষে ২০ জন সিনিয়র নেতা করোনা পজিটিভ হয়ে চিকিৎসা নিয়েছেন ও নিচ্ছেন।
জোট গঠন ও আন্দোলনে নামার ভাবনা : নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে আগামী মাসেই রাজপথে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে ‘বৃহত্তর রাজনৈতিক ঐক্য’ গড়তে বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সপ্তাহ খানেকের মধ্যেই দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করা হবে। ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের প্রথমার্ধ থেকেই যাতে সব রাজনৈতিক দলকে নিয়ে অন্তত পক্ষে একটা যুগপৎ আন্দোলন গড়ে তোলা যায়- সে লক্ষ্য নিয়েই সামনে এগোচ্ছে বিএনপি। গত শুক্রবার রাতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রসঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের দাবি এখন সবার। এ ইস্যুতে আমরা বৃহত্তর ঐক্য গড়তে চাই। এ প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে। এরই মধ্যে বাম গণতান্ত্রিক জোটের কয়েকটি দল এবং ইসলামী আন্দোলনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। আরও বেশ কয়েকটি দল বিএনপির সঙ্গেও যোগাযোগ করেছে। শিগগিরই বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করা হবে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল ছাড়া সব দলকেই আমন্ত্রণ জানানো হবে।
জানা গেছে, নির্বাচন কমিশনের নিবন্ধিত ও অনিবন্ধিত সব দলকে মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য তিনজন সিনিয়র নেতাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগসহ বৈঠকের তারিখ নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়।সুত্রঃ বা প্র
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest