প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ করোনামহামারি সত্ত্বেও ২০২১ সালে বিলিয়নিয়ররা অর্থাৎ বিশ্বের শীর্ষ ধনীরা আরওধনী হয়েছেন। বেড়েছে তাদের মালিকানাধীন কোম্পানির বাজার মূল্য।তবে নতুন বছর শুরুহতেই বিশ্বের শীর্ষ ১০ ধনী শেয়ার বাজারে বড় ধরনের ধাক্কা খেয়েছেন। খুবঅল্প সময়ে তারা হারিয়েছেন ১৬ হাজার কোটি ডলারের বেশি অর্থ।
তবে শুধু ওয়ারেন বাফেটের ক্ষেত্রে দেখা গেছে ভিন্নচিত্র। আগের মতোই ধরে রেখেছেন কোম্পানির অবস্থান। রোববার (৩১ জানুয়ারি) সিএনবিসির এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।
কোম্পানির শেয়ারের দাম কমায় বড় ধরনের হোঁচট খেয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। জানাগেছে, টেসলা চলতি বছরের শুরুতেই পাঁচ হাজার চারশ কোটি ডলার হারিয়েছে।একই সময়ে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস হারিয়েছেন প্রায় দুই হাজার ৮শ কোটি ডলার।
গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ওসের্গেই ব্রিন হারিয়েছেন একহাজার দুইশ কোটি ডলারের বেশি। অন্যদিকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকার বার্গের কমেছেএক হাজার পাঁচশ কোটি ডলারের বেশি অর্থ।
চলতি বছরের জানুয়ারিতে শীর্ষ১০ ধনীর মধ্যে লাভজনক অবস্থানে আছেন ওয়ারেন বাফেট। এসময়তার কোম্পানির নেট মূল্য বেড়েছে প্রায় দুইশ ৪০ কোটি ডলার। এনিয়ে তার কোম্পানির বাজারমূল্য দাঁড়িয়েছে ১১ হাজার কোটি ডলারের বেশি।
ব্লুমবার্গের বিলিয়নিয়র সূচকে দেখা গেছে, চলতি সপ্তহে বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বৈশ্বিক সম্পদ বা ধনীরর্যাংকিংয়ে জাকারবার্গকে ছাড়িয়ে গেছেন। ফলে তিনি শীর্ষ ধনীদের মধ্যে ছয় নম্বরে উঠে এসেছেন।
তবে ২১ হাজার ৬শকোটি ডলার নিয়ে এখনো শীর্ষ অবস্থান ধরে রেখেছেন ইলন মাস্ক। বাফেটের চেয়ে তার সম্পদের পরিমাণ দুই গুণ বেশি।তবে বাফেট শীর্ষ ১০ধনীর মধ্যে অবস্থান ধরেনাও রাখতে পারেন।তিনি তার সম্পদের অধিকাংশই ব্যয় করেন মানব কল্যাণে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest